Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

হজের ন্যূনতম বয়স ১২ নির্ধারণ করল সৌদি আরব সরকার

সৌদি প্রতিনিধি

প্রকাশিত: ২৩:০৬, ১৫ ফেব্রুয়ারি ২০২৩

আপডেট: ২২:৩০, ২৯ মার্চ ২০২৩

হজের ন্যূনতম বয়স ১২ নির্ধারণ করল সৌদি আরব সরকার

২০২৩ সালে হজের উদ্দেশ্যে যারা সৌদি আরব যেতে ইচ্ছুক, তাদের জন্য ন্যূনতম বয়স নির্ধারণ করে দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ২০২৩ সালে হজের ভিসা পেতে হলে যাত্রীর বয়স অন্তত ১২ বছর হতে হবে।

এর কম বয়সী কোনো যাত্রী কিংবা যাত্রীর তরফ থেকে কেউ হজের ভিসার জন্য আবেদন করলে তা গ্রহণ করা হবে না।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ভিসা পেতে হলে ‘আবশের’ নামে একটি অ্যাপে গিয়ে অবশ্যই নিবন্ধন করতে হবে। চলতি বছর হজের মৌসুম শুরু হবে জুনের শেষ দিকে। তার অন্তত ২ মাস আগে এই অ্যাপটিতে নিজেদের নাম নিবন্ধন করতে হবে হজযাত্রীদের।

সৌদির নাগরিক ও বাসিন্দাদের পাশপাশি বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মানুষ প্রতি বছর হজ করতে দেশটিতে যান। তবে করোনা মহামারির ২ বছর বিধিনিষেধ জারি থাকায় বিদেশি হজযাত্রীরা হজে যেতে পারেননি।

এখন অবশ্য আর সেই অবস্থা নেই। তাই এবার লাখ লাখ মুসল্লিকে নিয়ে হজ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

 

সংবাদটি শেয়ার করুনঃ