Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

স্কুলবাসে ঘুম, প্রাণ গেল চার বছরের শিশুর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১:৩২, ১২ সেপ্টেম্বর ২০২২

স্কুলবাসে ঘুম, প্রাণ গেল চার বছরের শিশুর

কাতারে একটি প্রাইভেট কিন্ডারগার্টেনের স্কুলবাসে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, বিদ্যালয়ের বাসে স্কুল যাওয়ার পথে শিশুটি ঘুম পড়ে। সহপাঠীরা বাস থেকে নামলেও সে নামেনি। কিন্তু এই ঘটনা বাস স্টাফদের নজরে আসেনি। শিশুদের নামিয়ে বাসটি ফাঁকা জায়গায় পার্ক করা হয়। দিনের বেলায় প্রচণ্ড উত্তাপে অসুস্থ হয়ে শিশুটি মারা যায়। কাতারে দিনের মধ্যভাগে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ওঠে।

খবরে বলা হয়েছে, ওইদিনই শিশুটির জন্মদিন ছিল। কয়েক ঘণ্টা পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসকরা চেষ্টা করে ব্যর্থ হন। স্কুলবাসে শিশুর মৃত্যু নিয়ে কাতারে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়েছে।

 

কাতারের শিক্ষা ও উচ্চ শিক্ষা বিষয়ক মন্ত্রণালয় এই ঘটনা নিশ্চিত করেছে। তারা একটি তদন্ত কমিটি গঠনের কথাও জানিয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যানুসারে, শিশুটি ভারতীয় নাগরিকের কন্যা সন্তান। তার নাম মিনসা মরিয়ম জ্যাকব।সে কিন্ডারগার্টেনের শিক্ষার্থী ছিল। তদন্ত অনুসারে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতির পাশাপাশি ছাত্রদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সংবাদটি শেয়ার করুনঃ