Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

উদ্বোধন হলো মধ্য এশিয়ার সবচেয়ে বড় মসজিদ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০১:১৮, ১৬ আগস্ট ২০২২

উদ্বোধন হলো মধ্য এশিয়ার সবচেয়ে বড় মসজিদ

কাজাখস্তানে মধ্য এশিয়ার সবচেয়ে বড় মসজিদ উদ্বোধন করা হয়েছে। গত ১২ আগস্ট রাজধানী নূর-সুলতানের এই মসজিদ দেশটির সাবেক রাষ্ট্রপতি সুলতান নাজারবায়েভের উপস্থিতিতে খুলে দেওয়া হয়। 

খবরে বলা হয়েছে, এটি বিশ্বের ১০টি বৃহত্তম মসজিদের মধ্যে একটি, যেটিতে ২ লাখ ৩৫ হাজার মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। 

মসজিদটি নির্মাণ করা হয়েছে ১০ হেক্টর জায়গার ওপর, যার মধ্যে ভবনটি ৬৮ হাজার ৬২ বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত। মসজিদটির প্রধান গম্বুজের উচ্চতা প্রায় ৯০ মিটার এবং এর ব্যাস ৬২ মিটার। চারকোণায় থাকা চারটি মিনারের উচ্চতা ১৩০ মিটার। 

তিন বছর আগে মসজিদটির নির্মাণকাজ শুরু হয়। এর প্রথম ও দ্বিতীয় তলা শ্রেণিকক্ষ, কনফারেন্স হল এবং টিভি স্টুডিওসহ অন্যান্য সুবিধা রয়েছে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ