সংযুক্ত আরব আমিরাতে থাকা দুটি বাংলাদেশ মিশনের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র পেতে চান প্রবাসী বাংলাদেশিরা। এ ছাড়া ই-পাসপোর্ট সেবা আরো দ্রæততার সঙ্গে সম্পন্ন করারও দাবি করেন। গত ৬ আগস্ট বাংলাদেশ প্রেসক্লাব, ইউএই আয়োজিত সভায় সাংবাদিকদের কাছে এসব দাবি তুলে ধরেন তারা।
শারজাহর একটি হোটেলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি শিবলী আল সাদিক।
সাধারণ সম্পাদক কামরুল হাসান জনির সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি মামুনুর রশীদ, যুগ্ম সম্পাদক মোদাচ্ছের শাহ, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল শাহীন, সদস্য খোরশেদ আলম জাসেদ, এসএম শাফায়েত, ইমদাদুল হক প্রমুখ।
প্রবাসীদের সমস্যার কথা প্রেসক্লাব নেতারা বাংলাদেশ মিশনের মাধ্যমে সরকারকে অবগত করার প্রতিশ্রæতি দেন। পরে প্রেসক্লাবের বর্ষপূর্তি আয়োজনে অংশ নেওয়া শৃঙ্খলা ও অভ্যর্থনা কমিটির সদস্যদের প্রশংসাপত্র তুলে দেন সংগঠনের নেতারা।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।