Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

আড়াই বছর পর হাজরে আসওয়াদে চুম্বনের অনুমতি

সৌদি প্রতিনিধি

প্রকাশিত: ০১:২২, ৪ আগস্ট ২০২২

আপডেট: ০১:২২, ৪ আগস্ট ২০২২

আড়াই বছর পর হাজরে আসওয়াদে চুম্বনের অনুমতি

কাবা শরিফের গিলাফ ও হাজরে আসওয়াদ মুসলিম উম্মাহর জন্য আবেগের জায়গা। কিন্তু করোনার প্রকোপে বিধিনিষেধের জেরে গত আড়াই বছর ধরে সেই গিলাফ ও কালো পাথর থেকে দূরে থাকতে হয়েছে বায়তুল্লাহর মুসাফিরদের। অবশেষে সেই বাধা উঠে গেছে।

কিছুদিন আগে অনুষ্ঠিত হজেও হাজিরা চুমু দিতে পারেননি হাজরে আসওয়াদে। দীর্ঘ অপেক্ষার পর গতকাল ২ আগস্ট দুই পবিত্র মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সির প্রধান শায়খ ড. আব্দুর রহমান আল-সুদাইস এই সিদ্ধান্ত ঘোষণা করেন। 

এতে বলা হয়, দুই বছরের অধিক সময় ধরে বায়তুল্লাহ শরিফের চারপাশে যেসব প্রতিবন্ধকতা বসানো হয়েছিল, সেগুলো অপসারণ করা হবে। 

এর ফলে কাবার মুসল্লিরা এখন থেকে আবারো বায়তুল্লাহ ও তার গিলাফ স্পর্শ করতে পারবেন। হাজরে আসওয়াদ বা কালো পাথরে চুমু দিতে পারবেন।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ