২০২৩ সালের হজে অংশগ্রহণের উদ্দেশে পায়ে হেঁটে সৌদি আরবের দিকে রওয়ানা হয়ে মানুষের দোয়া, ভালোবাসা আর প্রশংসায় ভাসছেন ভারতীয় এক যুবক। ৩০ বছর বয়সী এই যুবকের নাম শিহাব ছিত্তুর। কেরালার মালাপ্পুরাম জেলার আথাভানাদ এলাকার বাসিন্দা তিনি।
গত ২ জুন ফজরের নামাজ আদায় শেষে যাত্রা শুরু করেন তিনি। মক্কায় পৌঁছাতে ২৮০ দিনে ৮ হাজার ৬৪০ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে তাকে। ভারতের কেরালা, কর্নাটক, মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, হারিয়ানা এবং পাঞ্জাবের ওয়াগা বর্ডার পার হয়ে পাকিস্তানে পৌঁছাবেন তিনি।
এরপর ইরান, ইরাক, কুয়েত পাড়ি দিয়ে পৌছাবেন সৌদি আরবে। এর মধ্যে কোনো ধরণের যানবাহনে চড়বেন না শিহাব ছিত্তুর। রাত্রিযাপন করবেন বিভিন্ন মসজিদে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।