
সংযুক্ত আরব আমিরাতে বর্ণিল আয়োজনে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘আমিরাত সংবাদ’ এর পঞ্চম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। গত ২৩ জুলাই সন্ধ্যায় আমিরাতের শারজা কোরাল বিচ রিসোর্ট হলে এই আয়োজন সম্পন্ন হয়।
সিআইপি ইবরাহিম আফলাতুন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই কমার্শিয়াল কাউন্সিলর কামরুল হাসান।
বক্তব্য রাখেন সাংবাদিক সাইফুর রহমান, আমিরাত সংবাদ ফোরামের সিনিয়র সহ সভাপতি কামাল হোসাইন খান সুমন এবং সাধারণ সম্পাদক জাফর চৌধুরী। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য প্রবাসীদের সম্মাননা দেয়া হয়। যাদের মাঝে ছিলেন করোনা হিরো মোশারফ হোসেন।
এছাড়া মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন সময় টিভির আরব আমিরাত প্রতিনিধি শিবলি আল সাদিক এবং দৈনিক সমকালের আমিরাত প্রতিনিধি কামরুল হাসান জনি। এরপর ম্যাগাজিনের মোড়ক উম্মোচন, কেক কাটা ও নৈশ ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।