
শুরু হয়েছে হজের মৌসুম। পবিত্র জিলহজের চাঁদ দেখা যাওয়ায় আগামী ৮ জুলাই অনুষ্ঠিত হবে পবিত্র হজ। তাতে অংশ নেবেন ব্রিটিশ নাগরিক আদম মোহাম্মদ। এজন্য দীর্ঘ ১১ মাসে ৯টি দেশের সাড়ে ৬ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি মক্কায় পৌঁছেছেন।
খবরে বলা হয়, ৫২ বছর বয়সী ব্রিটিশ হজযাত্রী আদম মোহাম্মদ গত রোববার মক্কার আয়েশা (রা.) মসজিদে এসে পৌঁছান।
তিনি অন্যান্য হজযাত্রীদের মতো বিমানে করে মক্কায় পৌঁছাননি বরং পায়ে হেঁটে পাড়ি দিয়েছেন সাড়ে ৬ হাজার কিলোমিটার! স্থানীয়রা এ সময় তাকে উষ্ণ সংবর্ধনা দেন। আদম মোহাম্মদ বলেন, করোনাকালে সময় কাটাতাম কোরআন তেলাওয়াত করে। এভাবেই কেটে যায় দেড় বছর।
একদিন হঠাৎ করে ঘুম ভেঙে গেলে আমি নিজের মধ্যে ভিন্ন এক অনুভূতি আবিষ্কার করি। আমার মনে হয়, কেউ আমাকে নির্দেশ দিচ্ছে, আমি যেন পায়ে হেঁটে হজ করতে যাই।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।