মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদুল আযহার সম্ভাব্য তারিখ ও ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ জুন পবিত্র জিলহজ মাস শুরু হতে পারে।
সে হিসেবে দেশটিতে আগামী ৯ জুলাই ঈদুল আযহা উদযাপনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি। পবিত্র ঈদুল আযহা উদযাপন উপলক্ষে এ বছর সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দারা মোট চার দিনের ছুটি উপভোগ করবেন।
এর মধ্যে রয়েছে আরাফাতের দিন এবং ঈদুল আযহার তিন দিন। অর্থাৎ, ৮ জুলাই থেকে শুরু হয়ে ১১ জুলাই পর্যন্ত ছুটি উপভোগ করতে পারবেন। এ সময় ভ্রমণের চাহিদা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।