সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফরের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ প্রেসক্লাব দুবাই।
শোক সভায় সংগঠনটির সভাপতি শিবলি আল সাদিক ও সাধারণ সম্পাদক কামরুল হাসান জনির সাক্ষরিত এক শোকবার্তায় ‘বাংলাদেশ প্রেসক্লাব,ইউএই’ ও প্রবাসী সাংবাদিকদের পক্ষ থেকে মরহুমার আত্মার মাগফেরাত এবং জান্নাতুল ফেরদৌস কামনা করা হয়।
সেইসাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে মুনাজাত করা হয়।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।