
প্রতি বছরের মতো এবারও বায়তুল্লাহ শরিফের কিসওয়াহ বা গিলাফ ওপরে তোলা হয়েছে। হজ মৌসুমের শুরুতে প্রতি বছর এই কিসওয়াহ তোলা হয়ে থাকে। গতকাল ১৯ জুন রাতে মসজিদুল হারামাইনের সভাপতি ড. আব্দুর রহমান আল সুদাইসের নেতৃত্বে ৫০ জনের একটি দল আনুষ্ঠানিকভাবে কাজটি সম্পন্ন করেন।
মসজিদে হারামাইন কর্তৃপক্ষ প্রতি বছর হজের মাসের শুরুতে বায়তুল্লাহ শরিফে গিলাফ পরিয়ে দেন। তবে হজের সময় হাজীদের সমাগম বেড়ে যাওয়ায় বায়তুল্লাহর গিলাফ সুরক্ষিত রাখতে উপরের দিকে গুটিয়ে ইহরামের কাপড় দিয়ে চারপাশ বেঁধে দেওয়া হয়।
গিলাফের সূক্ষ্ম উপাদানগুলোকে ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য এ পদক্ষেপ নেওয়া হয়। বায়তুল্লাহর শরিফের চারদিকের দেয়ালেই এ পন্থা অবলম্বন করা হয়ে থাকে।
বায়তুল্লাহ শরিফ যে কালো রঙের গিলাফ দিয়ে আচ্ছাদিত করা হয়, তা ৬৭০ কেজি কাঁচা রেশম দিয়ে তৈরি। এর আয়াতগুলো তৈরি করতে ১২০ কেজি স্বর্ণ এবং ১০০ কেজি রৌপ্য সুতো ব্যবহার করা হয়।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।