Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

মহানবী (সা.)-কে অবমাননাকারী নুপুর শর্মার বিরুদ্ধে মামলা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০১:৩৯, ১০ জুন ২০২২

মহানবী (সা.)-কে অবমাননাকারী নুপুর শর্মার বিরুদ্ধে মামলা

মহানবী হযরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে বিতর্কিত মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপি নেত্রী নূপুর শর্মা। 

পৃথিবীর বিভিন্ন দেশে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হলে প্রথমে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এবার নূপুর শর্মার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ৯ জুন মামলাটি দায়ের করেছে দিল্লি পুলিশ। 

নূপুর শর্মা ছাড়াও আসামির তালিকায় রয়েছেন একজন সাংবাদিক, সামাজিক যোগাযোগ মাধ্যমের কয়েকজন ব্যবহারকারী এবং ধর্মীয় সংগঠনের কয়েকজন সদস্য। সমাজে অস্থিতিশীলতা তৈরি, শান্তি বিনষ্ট এবং বিদ্বেষ ছড়ানোর অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। 

সম্প্রতি একটি জাতীয় টিভি চ্যানেলে মহানবী (সা.)-কে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন নূপুর। সেই প্রেক্ষিতে ক্ষমা চেয়ে নিজের মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন তিনি।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ