Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

দশগুণ বড় হচ্ছে মদিনার ঐতিহাসিক মসজিদে কুবা

সৌদি প্রতিনিধি

প্রকাশিত: ০১:২২, ৩ জুন ২০২২

দশগুণ বড় হচ্ছে মদিনার ঐতিহাসিক মসজিদে কুবা

মদিনার ঐতিহাসিক কুবা মসজিদ পুনর্র্নিমাণের কাজ শুরু হয়েছে। এক হাজার ৪৪০ বছরেরও বেশি আগে মহানবি হজরত মুহাম্মদ (সা.) মসজিদটি নির্মাণ করেছিলেন। গত এপ্রিলে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মসজিদটির আকার দশগুণ বাড়ানোর ঘোষণা দেন।

ইতিহাসের সবচেয়ে বড় সম্প্রসারণ কর্মসূচি সম্পন্ন হলে কুবা মসজিদের ৫০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে ৬৬ হাজারেরও বেশি মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। 

বর্তমানে মসজিদটির মূল স্থাপনার আয়তন পাঁচ হাজার বর্গমিটার। আশপাশের আরো জায়গা নিয়ে সেখানে সর্বাধিক ২০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন। কুবা মসজিদটি মদিনার মসজিদে নববি থেকে ৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। 

৬২২ সালে এটি নির্মাণ করা হয়েছিল। এ মসজিদ সম্পর্কে হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি এই ঘরে অযু করে এবং সেখানে সালাত আদায় করে, সে ওমরাহর সমতুল্য সাওয়াব পাবে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ