ইরিনা ভেনেডিকটভা
ইউক্রেনের প্রধান কৌঁসুলি ইরিনা ভেনেডিকটভা অভিযোগ করেছেন, রুশ আগ্রাসন শুরুর পর থেকে তার দেশে এ পর্যন্ত প্রায় ১৫ হাজারের মতো যুদ্ধাপরাধ ঘটেছে। হেগ শহরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই অভিযোগ করেন।
ইরিনা জানান, এসব ঘটনায় ৬০০ সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়েছে। ইতোমধ্যে ৮০টি ঘটনার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। সন্দেহভাজনদের তালিকায় রুশ সেনাবাহিনীর সিনিয়র পর্যায়ের কর্মকর্তারা ছাড়াও দেশটির রাজনীতিক এবং রাশিয়ার পক্ষে কাজ করা ‘প্রোপাগান্ডা’ এজেন্টদের নাম রয়েছে।
রাশিয়া অবশ্য বরাবরই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্ততে পরিণত করার অভিযোগ অস্বীকার করে আসছে।
ইউক্রেনের প্রধান কৌঁসুলি বলেন- সন্দেহভাজন যুদ্ধাপরাধের মধ্যে রয়েছে নির্যাতন, বেসামরিক নাগরিক হত্যা এবং বেসামরিক অবকাঠামো ধ্বংস করা। তার ভাষায়, ‘লড়াই চলাকালে এসবের তদন্ত করা খুব কঠিন কাজ।’
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।