ভারতের মহারাষ্ট্রে মসজিদে লাউডস্পিকার তথা মাইকে আজান দেওয়ার জন্য অনুমতি নিতে হবে। ধর্মীয় স্থানে লাউডস্পিকার ব্যবহারের ওপর আদালতের আগের আদেশ কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্রের স্বরাষ্ট্র বিভাগ।
এ বিষয়টি বাধ্যতামূলক করবে রাজ্য প্রশাসন। সম্প্রতি মসজিদে মাইকে আজান দেওয়ার বিষয়টি নিয়ে বিতর্কিত মন্তব্য করেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে।
মসজিদে লাউডস্পিকার ব্যবহার করা যাবে না বলে দাবি করেন তিনি। রাজ ঠাকরে জানান, কোনো ধর্মের প্রার্থনা করার বিপক্ষে নন তারা। তবে মসজিদে জোরে আজান বাজানোর বিরোধী।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।