Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

২০৩০ সালে দুটি রমজান মাস পাবে মুসলমানরা 

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০২:৪৯, ১৬ এপ্রিল ২০২২

২০৩০ সালে দুটি রমজান মাস পাবে মুসলমানরা 

প্রতি বছর মুসলমানরা একবার পবিত্র রমজানের রোজা পালন করে থাকেন। কিন্তু ২০৩০ সালে বিশ্বজুড়ে মুসলমানরা দুবার রোজা রাখার সৌভাগ্য লাভ করবেন। 

সৌদি জ্যোতির্বিজ্ঞানী খালেদ আল জাকাক বলেন, ২০৩০ সালের জানুয়ারি ও ডিসেম্বরে রমজান মাসের দেখা মিলবে। এর কারণ ইসলামিক হিজরি ক্যালেন্ডার চন্দ্রচক্রের ওপর নির্ভরশীল। 

অন্যদিকে গ্রেগরিয়ান বা খ্রীস্টীয় বর্ষ সূর্যের চারপাশে পৃথিবীর ঘূর্ণন বা সৌরবর্ষের ওপর নির্ভরশীল। সে হিসেবে ১৪৫১ হিজরি তথা ২০৩০ সালের ৫ জানুয়ারি পবিত্র রমজান মাস শুরু হবে। একই বছর  ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে আরেকটি রমজান। 

আল-জাকাক উল্লেখ করেন, বছরে দুবার রোজার এই বিষয়টি প্রতি ৩৩ বছরে একবার পুনরাবৃত্তি হয়। এর আগে ১৯৬৫ ও ১৯৯৭ সালে এমনটা ঘটেছিল।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ