Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল থেকে রাশিয়াকে বরখাস্ত

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০২:০৯, ৮ এপ্রিল ২০২২

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল থেকে রাশিয়াকে বরখাস্ত

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে রাশিয়াকে বরখাস্ত করা হয়েছে। আজ ৭ এপ্রিল নিউইয়র্কে আয়োজিত সাধারণ অধিবেশনে রুশ বাহিনীর দ্বারা যুদ্ধাপরাধের অভিযোগে এই ভোট অনুষ্ঠিত হয়েছে। 

যুক্তরাষ্ট্রের উত্থাপিত প্রস্তাবের পক্ষে ১৯৩ দেশের মধ্যে ভোট পড়ে ৯৩টি। বিপক্ষে ভোট দেয় ২৪টি দেশ এবং ভোটদানে বিরত ছিল ৫৮ দেশ। সদস্য দেশগুলোর দুই-তৃতীয়াংশের সমর্থন পাওয়ায় রাশিয়াকে বরখাস্ত করা হয়। 

ভোটদানে বিরত ছিল বাংলাদেশ, ভারত, মিশর, দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো। আর পক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ, যুক্তরাজ্য এবং ইউক্রেন। বিপক্ষে ভোট দিয়েছে চীন, সিরিয়া এবং বেলারুশসহ অন্যরা।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ