Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

অর্থনৈতিক সংকটের পর লেবাননকে দেউলিয়া ঘোষণা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০১:৪৩, ৬ এপ্রিল ২০২২

অর্থনৈতিক সংকটের পর লেবাননকে দেউলিয়া ঘোষণা

দীর্ঘদিনের রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতার জেরে রাষ্ট্র হিসেবে দেউলিয়া হয়ে গেছে পশ্চিম এশিয়ার দেশ লেবানন। গতকাল ৪ এপ্রিল এ তথ্য জানান দেশটির উপপ্রধানমন্ত্রী সাদেহ আল শামি। 

তিনি বলেন, লেবাননের কেন্দ্রীয় ব্যাংকের মতো আমাদের দেশও দেউলিয়া হয়ে গেছে। বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি নিয়ে চলছি আমরা এবং চেষ্টা করে যাচ্ছি জনগণের ভোগান্তি যেন কিছুটা হলেও কমানো যায়। 

লেবাননের অর্থনীতির পতন শুরু হয় ২০১৯ সালের অক্টোবরে, দেশটির দীর্ঘ গৃহযুদ্ধের অবসানের পর থেকে। রাজনৈতিক নেতারা ক্ষমতা বাড়ানোর প্রতিযোগিতায় নামেন। তাতে সীমাহীন দুর্নীতি ও অব্যবস্থাপনার ফলে ধস নামে লেবাননের অর্থনীতির। 

ইতোমধ্যে ৯০ শতাংশ অবমূল্যায়ন ঘটেছে লেবানিজ পাউন্ডের। ফলে খাদ্য, পানি, স্বাস্থ্যসেবা ও শিক্ষার মতো অতি প্রয়োজনীয় পণ্য ও সেবা দিন দিন নাগালের বাইরে চলে যাচ্ছে দেশটির সাধারণ মানুষের।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ