
তুরস্কের বিখ্যাত আয়া সোফিয়া গ্র্যান্ড মসজিদে ৮৮ বছর পর রমজান মাসের প্রথম তারাবি অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১ এপ্রিল রাতে ইস্তাম্বুল শহরের ঐতিহাসিক এই স্থাপনায় অনুষ্ঠিত তারাবির নামাজে অংশ নিতে আয়া সোফিয়া চত্বরে সমবেত হন মুসল্লিরা।
উপস্থিত ছিলেন দেশটির ধর্ম বিভাগীয় অধিদপ্তরের প্রধান অধ্যাপক ড. আলি ইরবাশসহ গুরুত্বপূর্ণ সরকারি ব্যক্তিবর্গ। আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে আয়া সোফিয়ায় কোরআন তিলাওয়াত, দোয়া, ইসলামি সঙ্গীত, আলোচনাসহ নানা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
রমজান মাসজুড়ে চলবে এই আয়োজন। প্রসঙ্গত, ৮৮ বছর পর ২০২০ সালের ২৪ জুলাই ঐতিহাসিক এই স্থাপনা নামাজের জন্য খুলে দেওয়া হয়। এরপর করোনা মহামারির কারণে গত দুই বছর এতে নামাজের জন্য বিধি-নিষেধ জারি ছিল।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।