
তুরস্কের ইস্তাম্বুল শহরে রাশিয়া ও ইউক্রেনের সরকারি কর্মকর্তাদের মধ্যকার আলোচনা গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে। আশা করা হচ্ছে, শিগগিরই দুই দেশের প্রেসিডেন্ট পর্যায়েও বৈঠক হবে।
আজ ২৯ মার্চ রাশিয়ার প্রেসিডেন্ট ভøালাদিমির পুতিনের সহকারী ভøাাদিমির মেডনিস্কি বেলারুশের রাজধানী মিনস্কের রুশ দূতাবাসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। মেডনিস্কি বলেন, ‘ইস্তাম্বুলে গঠনমূলক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে।
ইউক্রেনের প্রতিনিধিরা একটি শান্তিচুক্তির প্রস্তাব দিয়েছে এবং সেখানে যেসব শর্ত তারা দেখতে চায়, সেসবের লিখিত অনুলিপি ইতোমধ্যে আমাদের দেওয়া হয়েছে।’ ইউক্রেনের প্রতিনিধিরা কী কী শর্ত দিয়েছেন, সে সম্পর্কে খোলাসা করে কিছু বলেননি মেডনিস্কি।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।