Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

স্কুল খোলার দাবিতে রাস্তায় আফগান মেয়েরা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০০:৩৩, ২৮ মার্চ ২০২২

স্কুল খোলার দাবিতে রাস্তায় আফগান মেয়েরা

মাধ্যমিকের স্কুল খোলার দাবিতে রাজধানী কাবুলে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছে আফগান মেয়েরা। তালেবান সরকার স্কুল বন্ধ ঘোষণা করার পর এ আন্দোলনের ডাক দেন তারা। বিক্ষোভ কর্মসূচি থেকে দ্রুত স্কুল খুলে দেওয়ার দাবি জানানো হয়। 

গতকাল ২৬ মার্চ ‘স্কুল খুলুন’, ন্যায়বিচার চাই- স্লোগান দিতে দিতে রাজধানী কাবুলের একটি চত্বরে জড়ো হন আন্দোলনকারীরা। 

তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল- শিক্ষা আমাদের মৌলিক অধিকার, এটি রাজনৈতিক পরিকল্পনা নয়। সম্প্রতি মাধ্যমিকের স্কুলে মেয়েদের যাওয়ার অনুমতি দিয়ে পিছু হটে তালেবান সরকার।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ