Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

সীমান্তরক্ষী বাহিনীতে আবেদন করতে পারবেন সৌদি নারীরা

সৌদি প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৫৪, ২৫ মার্চ ২০২২

সীমান্তরক্ষী বাহিনীতে আবেদন করতে পারবেন সৌদি নারীরা

সৌদি নারীরা এখন থেকে সীমান্তরক্ষী বাহিনীতে যোগ দিতে পারবেন। এ জন্য দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় গতকাল ২৪ মার্চ থেকে নিবন্ধন প্রক্রিয়া উন্মুক্ত করেছে। বর্ডার গার্ড বা সীমান্তরক্ষীতে নারীদের জন্য আবেদন গ্রহণ করা শুরু হবে আগামীকাল ২৬ মার্চ থেকে। 

জানা গেছে, ২০২১ সালের ফেব্রুয়ারিতে সৌদির প্রতিরক্ষামন্ত্রণালয় নারী-পুরুষ উভয়ের জন্য সশস্ত্র বাহিনীতে যোগ দেওয়ার সুযোগ তৈরি করে। 

সৌদি আরবের সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌ বাহিনীসহ কৌশলগত ক্ষেপণাস্ত্র ও সশস্ত্র মেডিকেল সেবায় নারীদের জন্য প্রাইভেট থেকে সার্জেন্ট পর্যন্ত পদ তৈরি করা হয়েছে। 

এর আগে নারীদের ট্রেন চালক হিসেবে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু করে সৌদি সরকার। সেসময় মাত্র ৩০টি পদের বিপরীতে আবেদন পড়ে প্রায় ২৮ হাজার।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ