Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ইউক্রেনে বাড়িঘর ছেড়ে পালিয়েছে ১ কোটি মানুষ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২৩:৩৬, ২০ মার্চ ২০২২

ইউক্রেনে বাড়িঘর ছেড়ে পালিয়েছে ১ কোটি মানুষ

রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইউক্রেনের এক কোটি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছেন। পালিয়ে যাওয়া মানুষের এই সংখ্যা দেশটির মোট জনসংখ্যার এক চতুর্থাংশেরও বেশি বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। 

আজ ২০ মার্চ সংস্থাটির প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি বলেছেন, ‘বিশ্বের সর্বত্র যারা যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, বেসামরিক নাগরিকদের ভোগান্তি অর্থাৎ বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য করার দায় তাদের।’ ইউক্রেনের এতসংখ্যক মানুষের দেশ ছেড়ে পালানোর দায় পরোক্ষভাবে রাশিয়ার ওপর চাপিয়েছেন তিনি। 

ইউএনএইচসিআরের প্রধান বলেছেন, ‘ইউক্রেন যুদ্ধ এতটাই ধ্বংসাত্মক যে, সেখানকার ১ কোটি মানুষ পালিয়ে গেছেন। এসব মানুষ দেশের অভ্যন্তরে বাস্তুচ্যুত হয়েছেন অথবা বিদেশে শরণার্থী হিসাবে পাড়ি জমিয়েছেন।’


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ