
ভারতের কর্ণাটক রাজ্যে হিজাব নিষিদ্ধ করার পক্ষে রায় দিয়েছে আদালত। আজ ১৫ মার্চ আদালত জানায়, হিজাব ইসলামের বাধ্যতামূলক ধর্মীয় অনুশীলন নয়। ভারতে ক্লাসে হিজাব পরার নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করা শিক্ষার্থীদের জন্য আদালতের এই সিদ্ধান্ত একটি বিশাল ধাক্কা।
নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে আদালতে পাঁচটি পিটিশন দায়ের হয়েছিল। এই রায় ঘোষণাকে সামনে রেখে কর্ণাটক রাজ্য সরকার রাজধানী ব্যাঙ্গালুরুতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এক সপ্তাহের জন্য বড় ধরনের জমায়েত নিষিদ্ধ করেছে।
হিজাবের পক্ষে আন্দোলন করা শিক্ষার্থীরা জানিয়েছে, তারা হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল করবেন। হিজাব তাদের অধিকার। এটা পরিধানের ক্ষেত্রে অন্য কেউ তাদের ওপর কর্তৃত্ব করতে পারে না।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।