Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ইউক্রেনে রুশ সেনাদের ঠাণ্ডায় মৃত্যুর আশঙ্কা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০০:১৬, ১০ মার্চ ২০২২

ইউক্রেনে রুশ সেনাদের ঠাণ্ডায় মৃত্যুর আশঙ্কা

ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে চারদিন ধরে আটকে রয়েছে রাশিয়ান সেনাদের একটি বিশাল বহর। জানা গেছে, ভারী অস্ত্রসহ বহরটির দৈর্ঘ্য ৪০ কিলোমিটারের বেশি। শিগগিরই বহরটি তীব্র ঠাণ্ডার কবলে পড়তে পারে। 

এতে সেনাদের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রাতের বেলায় ওই এলাকায় তাপমাত্রা শূন্যের নিচে চলে যায়। আগামী দিনগুলোতে তাপমাত্রা মাইনাস ১০ ডিগ্রিতে নামবে বলে জানিয়েছে ইউক্রেন। এসময় তুষারপাতও শুরু হবে। 

এমন বরফময় আবহাওয়ায় বহরে অবস্থান করা রাশিয়ান সেনাবাহিনীর জীবনযাত্রার পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কিয়েভ শহরের কেন্দ্র থেকে ১৯ মাইল দূরে লোহার ট্যাঙ্কসহ ভারী অস্ত্র নিয়ে তারা আটকা পড়েছেন।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ