Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ফিলিস্তিনে ভারতীয় রাষ্ট্রদূতের মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০০:৩৪, ৮ মার্চ ২০২২

ফিলিস্তিনে ভারতীয় রাষ্ট্রদূতের মরদেহ উদ্ধার

ফিলিস্তিনে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত মুকুল আর্যকে তার অফিসের ভেতর মৃত অবস্থায় পাওয়া গেছে। তবে তার মৃত্যু কীভাবে হয়েছে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এ বিষয়ে ভারত সরকার বা ফিলিস্তিনি কর্তৃপক্ষ কেউই বিস্তারিত জানায়নি। 

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, গতকাল ৬ মার্চ ফিলিস্তিনের অফিস প্রাঙ্গণ থেকে মুকুলের মরদেহ উদ্ধার করা হয়। ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মুকুল আর্যের মরদেহ ভারতে পাঠানোর বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন। 

প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও প্রধানমন্ত্রী মুহাম্মাদ শতায়েহ মুকুল আর্যের মৃত্যুর রহস্য উদঘাটন করতে ফিলিস্তিনের স্বাস্থ্য ও ফরেনসিক মেডিসিন বিভাগ এবং পুলিশকে নির্দেশ দিয়েছেন।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ