
ইউক্রেন রুশ আগ্রাসন ঠেকাতে সফল হবে বলে বিশ্বাস করেন দেশটির প্রায় ৯০ ভাগ মানুষ। বাকি ১০ ভাগের আত্মবিশ্বাস অতটা জোরালো নয়। তবে যুদ্ধে রাশিয়াকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী ইউক্রেনীয়দের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে।
গত ১ মার্চ রেটিং গ্রুপ নামে একটি স্থানীয় সংস্থার জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপে দেখা গেছে, ইউক্রেনের ৮৮ শতাংশ মানুষ বিশ্বাস করেন, তারা রুশ আগ্রাসন ঠেকাতে সক্ষম হবেন।
বাকি ১০ শতাংশ এ বিষয়ে সন্দিহান। দেশটির ৯৮ শতাংশ মানুষ ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর কার্যক্রমে সন্তুষ্ট। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সমর্থন করছেন ৯৩ শতাংশ মানুষ, স্থানীয়দের মেয়রদের সিদ্ধান্তে আস্থা রয়েছে ৮৪ শতাংশ ইউক্রেনীয়র।
জরিপে অংশ নেওয়া ৮০ শতাংশ মানুষ বলেছেন, তারা স্বদেশকে রক্ষায় অস্ত্র হাতে তুলে নিতে প্রস্তুত।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।