Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

সৌদির বিমানবন্দরে ড্রোন হামলায় আহত ১৬

সৌদি প্রতিনিধি

প্রকাশিত: ০০:২৮, ২৩ ফেব্রুয়ারি ২০২২

সৌদির বিমানবন্দরে ড্রোন হামলায় আহত ১৬

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিজান প্রদেশের কিং আব্দুল্লাহ বিন আব্দুলআজিজ বিমানবন্দরে ড্রোন হামলায় কমপক্ষে ১৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন বলে স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে। 

ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোটের এক বিবৃতিতে বলা হয়েছে, সোমবার কিং আব্দুল্লাহ বিন আব্দুলআজিজ বিমানবন্দরে ছুটে আসা একটি ড্রোন আটকে দিয়েছে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। 

এ সময় ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বিভিন্ন দেশের ১৬ নাগরিক আহত হয়েছেন। ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা পুনরায় আন্তঃসীমান্ত হামলা শুরু করেছে বলে জানিয়েছে সৌদি জোট।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ