
ভারতে হিজাব নিয়ে বিতর্ক থামছে না। বিশেষকরে কর্ণাটক রাজ্যের মুসলিম ছাত্রীরা হিজাব ইস্যুতে হিন্দুত্ববাদীদের তোপের মুখে পড়েছেন। এবার রাজ্যটিতে হিজাব পরিধানের পক্ষে বিক্ষোভ করায় ৫৮ ছাত্রীকে বহিষ্কার করা হয়েছে।
গতকাল ১৮ ফেব্রুয়ারি কর্ণাটকের শিবমোগা জেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে হিজাব নিষিদ্ধের বিরুদ্ধে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ওই ঘটনার কয়েক ঘণ্টা পর বিক্ষোভকারী শিক্ষার্থীদের চিহ্নিত করে তাদের মধ্যে ৫৮ জনকে বহিষ্কার করে কর্তৃপক্ষ।
তবে বহিষ্কার হওয়ার পরও ছাত্রীরা তাদের অবস্থানে অনড়। তারা বলছেন, হিজাব আমাদের ধর্মের বিধান এবং এটা আমাদের অধিকার। তাই এ নিয়ে আপোস করার প্রশ্নই ওঠে না।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।