Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

প্রস্তুত হচ্ছে ২০০ কেজি স্বর্ণখচিত কোরআন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২৩:২২, ১৯ ফেব্রুয়ারি ২০২২

প্রস্তুত হচ্ছে ২০০ কেজি স্বর্ণখচিত কোরআন

বিশ্বের ‘বৃহত্তম’ স্বর্ণখচিত কোরআন শরিফ প্রস্তুত করছেন পাকিস্তানের সুপরিচিত শিল্পী ও ভাস্কর শহিদ রাসাম। এরই মধ্যে কোরআনের উল্লেখযোগ্য একটি অংশ লেখা শেষ হয়েছে। শহিদ রাসাম জানিয়েছেন, তিনি ২০১৬ সালে বিশ্বের ‘বৃহত্তম স্বর্ণমণ্ডিত কোরআন প্রস্তুতের কাজ শুরু করেন। 

এটি শেষ হতে আরও অন্তত দু’বছর লাগবে। ৫৫০ পৃষ্ঠার বিশালাকার ওই কোরআনের অনুলিপিতে ব্যবহার করা হচ্ছে দুই হাজার কেজি অ্যালুমিনিয়াম এবং ২০০ কেজি স্বর্ণ। এর প্রত্যেক পৃষ্ঠা দুই মিটার চওড়া, লম্বায় ২ দশমিক ৬ মিটার। 

এতে লেখার জন্য কালি বা রঙের পরিবর্তে বসানো হচ্ছে ধাতব অক্ষর। কাগজের বদলে থাকছে দীর্ঘস্থায়ী ক্যানভাস। কোরআনের এই অনুলিপি কয়েক হাজার বছর টিকবে বলে বিশ্বাস করেন এর নির্মাতারা।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ