
পূর্ব আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারে গত ৫ ফেব্রুয়ারির ভয়াবহ ঘূর্ণিঝড়ে মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ১১১ জনে। এই তথ্য জানিয়েছে দেশটির সরকারি ত্রাণ কর্তৃপক্ষ। দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় উপকূলীয় এলাকায় আঘাত হানে বিধ্বংসী ঘূর্ণিঝড় বাতসিরাই।
ঝড়ের পর দেশটির ত্রাণ কর্তৃপক্ষ ৯২ জন নিহতের তথ্য নিশ্চিত করেছিল। আজ ১১ ফেব্রুয়ারি সেই তালিকায় যোগ হলেন আরও ২০ জন। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে দুবার ঘুর্ণিঝড়ের কবলে পড়ল মাদাগাস্কার।
সপ্তাহ দুয়েক আগে দেশটির উত্তরাঞ্চলে আঘাত হেনেছিল ঘুর্ণিঝড় আনা। তাতে নিহত হয়েছিলেন ৫৫ জন। ৫ লাখ ৮৭ হাজার ৪১ বর্গকিলোমিটারের দেশ মাদাগাস্কারের জনসংখ্যা প্রায় ৩ কোটি। দেশটির চতুর্দিকে ঘিরে আছে ভারত মহাসাগর।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।