Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

করোনা বিধিনিষেধ তুলে নিচ্ছে আরব আমিরাত

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০০:০০, ১১ ফেব্রুয়ারি ২০২২

করোনা বিধিনিষেধ তুলে নিচ্ছে আরব আমিরাত

করোনা বিধিনিষেধ শিথিলের সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ সংযুক্ত আরব আমিরাত। চলতি ফেব্রুয়ারির মাঝামাঝি সময়েই যাবতীয় বিধিনিষেধ তুলে নেবে দেশটির সরকার। 

দেশটির জাতীয় দুর্যোগ ব্যাবস্থাপনা কর্তৃপক্ষ ন্যাশনাল ইমারজেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার্স ইমারজেন্সি ম্যানেজমেন্ট অথরিটি এই তথ্য জানিয়েছে। 

কর্মকর্তারা জানান, ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে আমিরাতে যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ড মহামারিপূর্ব সময়ের মতো মতো পূর্ণ উদ্যোমে শুরু করা যাবে। বিদেশি পর্যটকদের কোথাও কোনো বাধার সম্মুখীন হতে হবে না। 

শপিং মল ও গণপরিবহন আবার আগের মতো পূর্ণ জনবল ও সক্ষমতা নিয়ে চলতে পারবে। বিয়ে ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ থাকবে না। মসজিদে মুসল্লিদেরও কোনো করোনাবিধি পালন করতে হবে না।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ