Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ওমরাহ যাত্রীদের জন্য সৌদি আরবের নতুন করোনাবিধি

সৌদি প্রতিনিধি

প্রকাশিত: ০০:০৮, ১০ ফেব্রুয়ারি ২০২২

ওমরাহ যাত্রীদের জন্য সৌদি আরবের নতুন করোনাবিধি

ওমরাহ পালনের উদ্দেশ্যে ভ্রমণ করা বিদেশিদের জন্য করোনাবিধিতে পরিবর্তন এনেছে সৌদি আরব। এখন থেকে এ ধরনের ভ্রমণকারীদের দেশটিতে পৌঁছানোর পরপরই করোনার নেগেটিভ সনদ দেখাতে হবে। পরীক্ষা করাতে হবে রওয়ানা দেওয়ার আগের ৪৮ ঘণ্টার মধ্যে। 

গত ৭ ফেব্রুয়ারি সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এক বিবৃতিতে এ নির্দেশনা দিয়েছে। আরব নিউজের খবরে বলা হয়েছে, নতুন নিয়মে ভ্রমণকারীদের পূর্ণডোজ টিকা নেওয়া থাকলেও করোনা নেগেটিভ সনদ দেখানো বাধ্যতামূলক। 

আজ ৯ ফেব্রুয়ারি থেকে এই করোনাবিধি কার্যকর হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, মক্কা ও মদিনার গ্রান্ড মসজিদে প্রবেশের জন্য ওমরাহ পালনকারীদের ‘তাওয়াক্কালনা’ অ্যাপ ব্যবহার করে টিকা নেওয়ার প্রমাণ দেখাতে হবে। অন্যথায় কোনো বিদেশিকে সেখানে প্রবেশ করতে দেওয়া হবে না।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ