
সপ্তাহখানেক আগে খবর বেরিয়েছিল, সৌদি আরবের পতাকা থেকে কালেমা তাইয়েবা ও তলোয়ারের ছবি মুছে ফেলা হচ্ছে। এ নিয়ে ব্যাপক আলোচনার পর এবার জাতীয় পতাকায় কোনো ধরনের পরিবর্তন আনা হবে না বলে জানিয়েছে সৌদি আরবের শুরা কাউন্সিল।
বলা হয়েছে, পতাকা থেকে কালেমা তাইয়েবা বাদ দেওয়ার খবরটি ছিল গুজব। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, শুরা কাউন্সিলের সদ্য অনুমোদিত খসড়া সংশোধনীতে জাতীয় পতাকায় কোনো পরিবর্তন আনা হয়নি।
চলতি সপ্তাহের শুরুতে উপদেষ্টা পরিষদ সর্বসম্মতিক্রমে একটি খসড়া সংশোধনী অনুমোদন করে। ওই সময় গুজব উঠেছিল, সৌদি আরবের পতাকা এবং জাতীয় সংগীতে পরিবর্তন আনা হচ্ছে। এবার সেই গুজব নাকচ করে দেওয়া হলো।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।