Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

নতুন পতাকা আনছে সৌদি, থাকছে না কালেমা তাইয়েবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২১:৪৫, ৫ ফেব্রুয়ারি ২০২২

নতুন পতাকা আনছে সৌদি, থাকছে না কালেমা তাইয়েবা

নিজেদের জাতীয় পতাকা ও সঙ্গীত বদলে ফেলার উদ্যোগ নিয়েছে সৌদি আরব। তাদের নতুন পতাকাতে পবিত্র কালেমা তাইয়েবা থাকবে না বলে জানা গেছে। এতে আরবি ও ইংরেজি ভাষায় লেখা থাকবে সৌদি আরবের নাম।

গত সোমবার দেশটির অনির্বাচিত শূরা কাউন্সিল পতাকা ও জাতীয় সঙ্গীত পরিবর্তনের পক্ষে সায় দিয়েছে। শূরার নিরাপত্তা ও সামরিক বিষয়ক কমিটির পর্যালোচনার পর এই পরিবর্তনের পক্ষে সম্মতি দেওয়া হয়েছে বলে সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে জানিয়েছে বার্তা সংস্থা এপি।

 

সৌদির শূরা কাউন্সিলের সম্মতিই যে কোনো আইন বাস্তবায়ন ও সংস্কারে চূড়ান্ত হিসেবে বিবেচিত হয়। সে হিসেবে বাদশাহর অনুমোদন এখন আনুষ্ঠানিকতা মাত্র। প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’ এর অংশ হিসেবে পতাকা ও জাতীয় সংগীত পরিবর্তন করা হচ্ছে।

দেশটির স্থানীয় সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, গত কয়েক বছর ধরে দেশটির বিভিন্ন নিয়মের উন্নয়ন ও শরীয়া সমর্থিত আইনগুলোকে নবায়ন ও সংস্কার করছে সৌদি সরকার। এ ছাড়া দেশটির অনেক স্থানীয় পত্রিকার দাবি, কলেমাখচিত পতাকার অবহেলা বা অনিচ্ছাকৃতভাবে মাটিতে পড়ে যাওয়া আটকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

প্রসঙ্গত, সৌদির জাতীয় পতাকা, প্রতীক ও সঙ্গীত সংস্কারের প্রস্তাবটি ১৯৭৩ সালে রাজকীয় এক আদেশের অনুসারে গ্রহণ করা হয়।

সংবাদটি শেয়ার করুনঃ