Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ভারতে করোনায় মৃত্যু ছাড়াল ৫ লাখ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২২:৫২, ৪ ফেব্রুয়ারি ২০২২

ভারতে করোনায় মৃত্যু ছাড়াল ৫ লাখ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে প্রাণহানি ছাড়িয়েছে ৫ লাখ। যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর তৃতীয় দেশ হিসেবে দক্ষিণ এশিয়ার এই দেশটি প্রাণহানির এমন মাইলফলকে পৌঁছাল। আজ ৪ ফেব্রুয়ারি ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে গণমাধ্যমগুলো। 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের আজকের তথ্য অনুযায়ী, দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ১৯ লাখ ৫২ হাজার ৭১২ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৭২ জন। 

এতে করে করোনা মহামারির শুরু থেকে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৫৫ জনে। ভারতের আগে যুক্তরাষ্ট্র ও ব্রাজিল করোনায় প্রাণহানি পাঁচ লাখের কোটা ছাড়ায়। এছাড়া রাশিয়া ও মেক্সিকোতে প্রাণহানি তিন লাখের বেশি।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ