Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার কাছাকাছি অবস্থানে তালেবান

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২২:৪৭, ৪ ফেব্রুয়ারি ২০২২

আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার কাছাকাছি অবস্থানে তালেবান

তালেবান সরকার আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার কাছাকাছি চলে এসেছে বলে দাবি করেছেন আফগানিস্তানের বর্তমান শাসকগোষ্ঠীর পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। 

বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে আফগানিস্তানের মানবিক সংকট প্রশমনে সহায়তার জন্য দেশটির জব্দ সম্পদ অবমুক্ত করতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছেন তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী। 

আমির খান মুত্তাকি দাবি করেন, আফগানিস্তানের নতুন শাসকগোষ্ঠী ধীরে ধীরে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা অর্জন করছে। এই স্বীকৃতি আমাদের অধিকার, আফগানদের অধিকার। এ অধিকার না পাওয়া পর্যন্ত আমরা আমাদের রাজনৈতিক সংগ্রাম ও প্রচেষ্টা চালিয়ে যাব।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ