
ফেব্রুয়ারি মাসেই বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া হচ্ছে আফগানিস্তানে। তালেবান সরকারের ভারপ্রাপ্ত উচ্চশিক্ষামন্ত্রী বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নারী শিক্ষার্থীরা ক্লাসে ফিরবেন কিনা, সে বিষয়টি খোলাসা করেননি তিনি।
রাজধানী কাবুলে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দেশটির উচ্চশিক্ষামন্ত্রী শেখ আবদুল বাকী হাক্কানি। তিনি বলেন, শীত কম পড়েছে এমন প্রদেশের বিশ্ববিদ্যালয়গুলো আগামী ২ ফেব্রুয়ারি ও শীত বেশি এমন প্রদেশে ২৬ ফেব্রুয়ারি থেকে খুলে দেওয়া হবে।
তবে নারী শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ফিরবেন কিনা, সে সম্পর্কে তিনি কিছু বলেননি। যদিও এর আগে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের জন্য আলাদা ক্লাসরুমের ব্যবস্থা করার কথা জানিয়েছিলেন তালেবান নেতারা।
ক্ষমতা গ্রহণের পর এখন পর্যন্ত দেশটির অধিকাংশ এলাকায় শুধু ছেলে শিক্ষার্থীদের জন্য উচ্চমাধ্যমিক বিদ্যালয়গুলো খুলে দেওয়া হয়েছে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।