Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

করোনার ‘মারাত্মক’ নতুন ধরন নিওকোভের সন্ধান

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০০:২৫, ৩০ জানুয়ারি ২০২২

করোনার ‘মারাত্মক’ নতুন ধরন নিওকোভের সন্ধান

চীনের বিজ্ঞানীরা সম্প্রতি করোনাভাইরাসের একটি রূপান্তরিত ধরনের সন্ধান পেয়েছেন। নতুন এই ভাইরাসটির বৈজ্ঞানিক নাম পিডিএফ-২১৮০-কোভ, তবে সাধারণভাবে এটির নাম দেওয়া হয়েছে ‘নিও কোভ’। 

বিজ্ঞানীরা বলছেন, এ পর্যন্ত করোনাভাইরাসের যতগুলো রূপান্তরিত ধরন শনাক্ত হয়েছে, সেসবের মধ্যে নিউকোভ সবচেয়ে সংক্রামক ও প্রাণঘাতী। তবে এখন পর্যন্ত ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে দক্ষিণ আফ্রিকার কিছু বাদুড়ের মধ্যে। 

কোনো মানুষ এটির দ্বারা আক্রান্ত হয়েছেন, এমন তথ্য পাওয়া যায়নি। উহানের বিজ্ঞানীরা বলেছেন, ধারণা করা হচ্ছে- মের্স কোভ ও বিটার সংমিশ্রণে উদ্ভব ঘটেছে নিওকোভ ভাইরাসটির। 

এখন পর্যন্ত এটি কেবল বাদুড়ের দেহেই শনাক্ত হয়েছে, তবে কোভিডের মতো যদি বাদুড় থেকে মানবদেহে এই ভাইরাসটির সংক্রমণ ঘটে, সেক্ষেত্রে ভয়াবহ বিপর্যয় শুরু হবে বিশ্বজুড়ে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ