
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে জেলখানায় থেকে ৬০৫ জন বন্দি পবিত্র কোরআন মুখস্ত করেছেন। দারুণ এই ঘটনায় প্রশংসায় ভাসছেন জেলখানা কর্তৃপক্ষ। কারণ তাদের প্রত্যক্ষ সহযোগিতা ও তদারকিতে অনন্য এই নজির স্থাপিত হয়েছে।
কারাবন্দিদের পুনর্বাসনে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে আরব আমিরাত সরকার। এর মধ্যে রয়েছে- ধর্মশিক্ষা, খেলাধুলা এবং বিভিন্ন পেশার প্রশিক্ষণ। ধর্মশিক্ষার প্রশিক্ষণ নিয়েই সফল হয়েছেন ৬০৫ জন বন্দি।
দুবাই পুলিশের শাস্তি ও সংশোধন প্রতিষ্ঠানের সাধারণ বিভাগের পরিচালক মেজর জেনারেল আলি আল শামালি বলেন, একই পন্থায় ২০২০ সালে ৩৩৩ জন এবং ২০২১ সালে ২৭৫ জন বন্দি হাফেজ হয়েছেন।
‘কর্তৃপক্ষ ভবিষ্যতে এ ব্যাপারে আরও শক্ত পদক্ষেপ নেবে। বন্দিদের দক্ষতা ও সক্ষমতার বিকাশ ঘটানোকে আমরা ব্রত হিসেবে নিয়েছি।’
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।