
মহামারির দুই বছরের বেশি সময় পর মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে একদিনে সর্বোচ্চ করোনা আক্রান্তের রেকর্ড হয়েছে। আজ ১২ জানুয়ারি এই ভাইরাসে রেকর্ড ৫ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানে দেখা গেছে।
এদিন নতুন করে আরও ৫ হাজার ৩৬২ জন আক্রান্ত এবং দুজন নিহত হয়েছেন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, করোনার দৈনিক এই সংক্রমণ ২০২০ সালের জুনে প্রাদুর্ভাব চূড়ায় পৌঁছানোর সময়ের একদিনে ৪ হাজার ৯১৯ জনের পর সর্বোচ্চ। প্রসঙ্গত, চলতি বছরের শুরু থেকেই সৌদি আরবে জনসম্মুখে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।