
করোনার দৈনিক সংক্রমণ ব্যাপকভাবে বাড়তে থাকায় মসজিদে অবস্থানকালে সামাজিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক পরা বাধ্যতামূলক করেছে কুয়েতের সরকার। গতকাল ৭ জানুয়ারি এই তথ্য জানিয়েছে দেশটির ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি ফরিদ এমাদি বলেন, ‘দেশে বাড়তে থাকা দৈনিক সংক্রমণের হার নিয়ন্ত্রণ করতে জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করেই এই নির্দেশ জারি করেছে মন্ত্রণালয়।’
আয়তন ও জনসংখ্যার অনুপাতে গত দুই বছরের মহামারিতে সবচেয়ে বিপর্যয়ের মধ্যে থাকা দেশগুলোর মধ্যে কুয়েত অন্যতম। মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের ছোটো এই দেশটির আয়তন মাত্র ১৭ হাজার ৮১৮ বর্গকিলোমিটার, জনসংখ্যা ৪৩ লাখ ৬৬ হাজার।
অথচ মহামারির দুই বছরে দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ২৫ হাজার ৪৫৫ জন। মৃত্যু হয়েছে ২ হাজার ৪৬৯ জনের।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।