
নতুন বছরে সাপ্তাহিক কর্মদিবস ও জুমার নামাজের সময়সূচি চুড়ান্ত করেছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাত। আজ ৭ জানুয়ারি কেন্দ্রীয় সরকারের মিডিয়া কার্যালয় থেকে বলা হয়েছে, নতুন বছরে দেশজুড়ে সাপ্তাহিক কর্মদিবস হবে সাড়ে ৪ দিন।
সাপ্তাহিক ছুটি শুরু হবে শুক্রবার দুপুরের পর থেকে রোববার পর্যন্ত। আদেশে আরও বলা হয়, সপ্তাহের অন্যান্য দিন সকাল ৯টা কিংবা ১০টা থেকে কর্মঘণ্টা শুরু হলেও শুক্রবার শুরু হবে সাড়ে ৭টার দিকে, শেষ হবে বেলা ১২টায়।
এছাড়া, শুক্রবার জুমার নামাজ শুরু হবে দুপুর সোয়া ১টা থেকে। বিশ্বের বেশিরভাগ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মতো আমিরাতেও শুক্র ও শনিবার ছিল সাপ্তাহিক ছুটি। গত বছরের শেষদিকে দেশটির কেন্দ্রীয় সরকার শনি ও রোববারকে সাপ্তাহিক ছুটি ঘোষণা করেছে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।