Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ভারতে মুসলিম নারীদেরকে ‘নিলামে’ বিক্রির চেষ্টা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২৩:২৮, ২ জানুয়ারি ২০২২

ভারতে মুসলিম নারীদেরকে ‘নিলামে’ বিক্রির চেষ্টা

ভারতের একটি অনলাইন অ্যাপে শত শত মুসলিম নারীকে বিজ্ঞাপন দিয়ে বিক্রির জন্য নিলামে তোলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিলামের বিজ্ঞাপনে বিনা অনুমতিতে শত শত এসব মুসলিম নারীর ছবি ব্যবহার করা হয়েছে। 

এই ঘটনা নিয়ে দেশটিতে সৃষ্টি হয়েছে তোলপাড়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মুসলিম মেয়েদের নিলামে বিক্রির বিষয়ে একটি অভিযোগ ভারতীয় পুলিশের হাতে এসেছে। এ বিষয়ে তারা তদন্ত করছেন। 

সংবাদমাধ্যমগুলো বলছে, এই ঘটনার মধ্য দিয়ে নতুন বছরের শুরুতেই লজ্জায় ঢেকে গেছে ভারতের মুখ। সমালোচনার মুখে ভারতের কেন্দ্রীয় আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘটনার সঙ্গে জড়িতদের সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছেন। 

একইসঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও দাবি করেছেন তিনি। বিতর্কিত এই অ্যাপটির নাম ‘বুল্লি বাই’। এটি ২০২১ সালে মুসলিম নারীদের নিলামে তোলায় অভিযুক্ত ‘সুল্লি ডিল’ অ্যাপের মতোই আরেকটি নতুন অ্যাপ বলে মনে করা হচ্ছে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ