স্বাধীনতা সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে দেশটির বাংলাদেশি কমিউনিটির শিশু-কিশোরদের চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
গত ২৩ ও ২৪ ডিসেম্বর হাওয়াল্লি এলাকায় অবস্থিত কুয়েত আর্টস অ্যাসোসিয়েশনের হলরুমে এই আয়োজন সম্পন্ন হয়।
কুয়েতে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব নিয়াজ মোর্শেদ ও কাউন্সিলর ইকবাল আক্তারের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েত আর্টস সেক্টরের এসিসটেন্ট সেক্রেটারি জেনারেল ডক্টর বাদর আল-দাইশ।
এছাড়া কুয়েতস্থ ভারত, নেপাল, তাজিকিস্তানের রাষ্ট্রদূতসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা এতে অংশ নিয়েছেন।
অনুষ্ঠানে দেড় শত শিশু-কিশোরদের চিত্রাঙ্কন বাংলাদেশের কৃষ্টি-কালচার ও ইতিহাসকে তুলে ধরেছে মন্তব্য করে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান বলেন, কুয়েতের আর্টস অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ এই আয়োজনে তারা সব ধরনের সহযোগিতা করেছে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।