
দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর আর্চবিশপ ডেসমন্ড টুটু আর নেই। আজ রোববার দেশটির রাজধানী কেপটাউনের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে শান্তিতে নোবেলজয়ী এই আফ্রিকান নেতার বয়স হয়েছিল ৯০ বছর।
ডেসমন্ড টুটুর মৃত্যুতে বিবৃতি দিয়ে শোক প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। তিনি বলেন, আজ একটি অধ্যায়ের অবসান ঘটল, অসাধারণ প্রজন্মের আরো এক সূর্যসন্তানকে হারালাম।
বিশ্বখ্যাত বর্ণবাদবিরোধী নেতা ও দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার কাছাকাছি বয়সের ছিলেন ডেসমন্ড টুটু।
১৯৪৮ থেকে ১৯৯১ সাল পর্যন্ত দেশটির বর্ণবাদবিরোধী আন্দোলনের অন্যতম প্রধান নেতা ছিলেন তিনি। সেজন্য ১৯৮৪ সালে নোবেল পুরস্কার লাভ করেন এই ধর্মযাজক।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।