
বৃদ্ধ বাবাকে কাঁধে নিয়ে মসজিদে নববী ও রাসুলের (সা.) রওজা মোবারক জিয়ারত করিয়েছেন এক যুবক। গতকাল শুক্রবার জুমার দিন ঘটনাটি ঘটেছে সৌদি আরবের মদিনা মুনাওয়ারার মসজিদে নববীতে।
বাবাকে কাঁধে নিয়ে ওই যুবকের জিয়ারতের ছোট্ট একটি ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। যুবকটির পরিচয় পাওয়া যায়নি। তবে আল আরাবিয়ার প্রতিবেদনে জানা যায়, তার পোশাক-পরিচ্ছদ ও চেহারা দেখে মধ্যপ্রাচ্যের নাগরিকই মনে হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমের সবাই ওই যুবকের প্রশংসা করেছে।
সৌদি আরবের শরয়ী উপদেষ্টা ও গবেষক জিয়াদ আল কুরাশি বলেন, মাতা-পিতা সন্তানকে যে কষ্ট করে লালন-পালন করেন তার তুলনায় এটি সামান্যই। তবে বাবার প্রতি যুবকের এই দয়া ও ইহসান তার জান্নাত লাভের অন্যতম মাধ্যম হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।