
করোনাভাইরাস প্রতিরোধে টিকা নিলেই ২০ শতাংশ মূল্যছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতীয় বিমান সংস্থা গো ফার্স্ট। করোনা টিকার দুই ডোজ নেওয়া যাত্রীরা দেশটির অভ্যন্তরীণ ফ্লাইটে মূল ভাড়ার ওপর এই ছাড় পাবেন এক বিবৃতিতে জানিয়েছে এয়ারলাইন্সটি।
আজ ২৩ ডিসেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। সংবাদমাধ্যমটি বলছে, চলমান করোনা মহামারির বিরুদ্ধে লড়াইয়ে সম্পূর্ণ ডোজ টিকা নিতে যাত্রীদের উৎসাহিত করার লক্ষ্যেই এই ছাড় দেওয়ার ঘোষণা করেছে গো ফার্স্ট।
টিকার দুই ডোজ নেওয়া যাত্রীরা ভ্রমণের তারিখ থেকে ১৫ দিন আগে টিকটি বুকিং দিলে এই ছাড় পাবেন। গো ফার্স্টের প্রধান নির্বাহী কর্মকর্তা কৌশিক খোনা জানিয়েছেন, গো ফার্স্ট সকল স্টেকহোল্ডারদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
আর তাই প্রতিষ্ঠানের সকল কর্মীকে টিকা নিতে উৎসাহিত করেছে এবং আরও বেশি মানুষকে করোনা টিকা নেওয়ার জন্য উৎসাহিত করছে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।