Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

সৌদি আরবে নিষিদ্ধ করা হয়েছে তাবলিগ জামাত

সৌদি প্রতিনিধি

প্রকাশিত: ০০:১৮, ১৩ ডিসেম্বর ২০২১

সৌদি আরবে নিষিদ্ধ করা হয়েছে তাবলিগ জামাত

এক ঘোষণায় তাবলিগ জামাতকে নিষিদ্ধ করেছে সৌদি আরব। দেশটির ইসলামিক অ্যাফেয়ার্স দফতরের মন্ত্রী ডা. আব্দুল লতিফ আল শেখ সোশ্যাল মিডিয়ায় দেয়া একটি পোস্টে এই ঘোষণার কথা জানিয়েছেন। 

এছাড়া শুক্রবার জুমার নামাজে তাবলিগ জামাত নিয়ে মানুষকে সতর্ক করে দিতে মসজিদের ইমামদের নির্দেশ দিয়েছেন। তাবলিগ জামাতের পাশাপাশি নিষিদ্ধ করা হয়েছে দাওয়া নামে আরেকটি সংগঠনকে। 

তাবলিগ জামাত সম্পর্কে সৌদি সরকারের পক্ষ থেকে দেওয়া এই ঘোষণায় বলা হয়েছে, এটি সন্ত্রাসবাদের একটি প্রবেশপথ। এদের বিপদ সম্পর্কে মানুষকে বোঝান। এদের ভুলগুলো তুলে ধরুন। 

তবলিগ জামাত ও দাওয়া দুটিই সুন্নি মুসলিমদের সংগঠন। অন্যদিকে সৌদি আরবের অধিকাংশ মানুষ আহলে হাদিস মতাদর্শের অনুসারী। দুই পক্ষই ইসলামের অনুশীলন আরও বেশি শুদ্ধ করার পক্ষপাতী হলেও দুই শিবিরের মধ্যে একটি সংঘাত রয়েছে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ