Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ওমিক্রন ঠেকাতে ভ্যাকসিন আনছে মডার্না

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২২:৪৯, ২৯ নভেম্বর ২০২১

ওমিক্রন ঠেকাতে ভ্যাকসিন আনছে মডার্না

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে যখন গোটা বিশ্ব উদ্বিগ্ন তখন এটি প্রতিরোধে ভ্যাকসিন আনার কথা বলছে যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি মডার্না। ২০২২ সালের শুরুতেই কোভিডের নতুন এই ধরন মোকাবিলায় টিকা নিয়ে আসছে প্রতিষ্ঠানটি। 

মডার্না ইনকরপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা পল বার্টন বলেন, বিদ্যমান ভ্যাকসিনগুলোকে ফাঁকি দিতে পারে করোনার এই নতুন ধরন। সে কারণে ২০২২ সালের শুরুতে নতুন করে ভ্যাকসিন আনবে প্রতিষ্ঠানটি। 

নতুন ভ্যাকসিন নিয়ে আসার আগে বর্তমানের ভ্যাকসিনগুলো ওমিক্রনের বিরুদ্ধে কতটা কার্যকর তাও খতিয়ে দেখার প্রয়োজনীয়তার কথা বলেন। তিনি মানুষকে ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানান। 

করোনার নতুন এই ধরনকে বিপজ্জনক উল্লেখ করে তিনি বলেন, তবে আমাদের মোকাবিলা করার অস্ত্রও রয়েছে। 

এদিকে, বিশ্বের অন্তত ১৩টি দেশে ছড়িয়ে পড়া ওমিক্রন ‘অত্যন্ত ঝুঁকি’ তৈরি করতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পাশাপাশি ভাইরাসের এই ধরনকে মোকাবিলায় বিশ্বকে দ্রুত প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক এই সংস্থা।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ